
আমাদের ভারত, হুগলী, ১৭ ফেব্রুয়ারি: রিষড়ার ১৮ নং ওয়ার্ডে একটি বন্ধ কারখানা চত্বরে অাচামকাই অাগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ৪ নং রেল গেটের অদূরে কয়েক বছর ধরে বন্ধ হয়ে পরে থাকা কুসুম প্রোডাক্ট ফ্যাক্টারির ভেতরে রাত ১০টা নাগাদ অাচামকাই অাগুন লেগে যায়।
স্থানীয় সুত্রে খবর কারখানায় সামনের রাস্তা দিয়ে একটি বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল।সেই শোভাযাত্রা থেকে বেশ কয়েকজন বাজিতে অাগুন ধরিয়ে কারখানায় ভেতরে ছুড়ে দেয় বলে অভিযোগ। এর পরই ভেতরে থাকা শুকনো গাছের ডালপালায় অাগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে অাগুন ভয়ানক অাকার ধারন করে।
খবর যায় দমকলে, প্রায় অাধ ঘণ্টা পর ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন অাসে। ঘন্টা দেড়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অাসে।