আগুনে ভস্মীভূত বাড়ি 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ নভেম্বর: আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি মাটির বাড়ি। আগুন লাগার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার রষড়া গ্রামে। রষড়ার অঞ্জন কুমার দাস নামে এক ব্যক্তির বাড়িতে শনিবার রাত দশটা নাগাদ আগুন
 লাগে। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। ছাদের উপরের দিকে আগুন লাগায় এলাকাবাসীরা জল দিয়ে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর খবর দেওয়া হয় খড়্গপুরের দমকল বিভাগে এবং পুলিশ প্রশাসনে। ঘন্টাখানেক পর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

অঞ্জন কুমার দাস জানান, আমরা বাড়ির মধ্যেই ছিলাম প্রতিবেশীরা আগুন বলে চিৎকার চেঁচামেচি করলে আমরা জানতে পারি। কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে ছাদের ওপর দিয়ে আমাদের একটি বিদ্যুতের লাইন রয়েছে। ওই বিদ্যুতের কারণে হতে পারে।প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে আগুন বেড়ে যাওয়ায় দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির প্রায় সব কিছুই প্রায় পুড়ে গিয়েছে। ছেলে ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here