গভীর রাতে ফের পার্কস্ট্রিটে কাপড়ের শোরুমে আগুন

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ নভেম্বর: ফের গভীর রাতে কলকাতা শহরে অগ্নিকান্ড। এবার আগুন লাগলো পার্ক স্ট্রিটের একটি কাপড়ের শোরুমে। বুধবার রাত ১টা নাগাদ আগুন লাগে ৪৮ নম্বর পার্ক স্ট্রিটের ওই শোরুমে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৭টি ইঞ্জিন রাতভর চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গভীর রাতে আবাসনের দোতলায় ওই বস্ত্র বিপণিতে আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, এসি মেশিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। এদিকে, আগুন নিয়ন্ত্রণে এলেও আজ সকালেও কুলিং প্রসেস চলতে থাকে। দমকল সূত্রে খবর, ওই দোকানের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা কাজই করেনি। তদন্তে নেমেছে দমকল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here