ভাঙড়ের পোলের হাট বাজারে ভায়াবহ আগুন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২০ ফেব্রুয়ারি: বিধ্বংসী আগুনে পুড়ে গেল হার্ডওয়ার্স এর গোডাউন। ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত পোলেরহাট বাজারের ঘটনা। বৃহস্পতিবার ভোর রাতে গোডাউন এর ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন পোলেরহাট বাজারের নৈশপ্রহরীরা। তারাই গোডাউন মালিককে খবর দেয়। তারপর ওই ব্যবসায়ী এসে গোডাউন খুলতেই দেখেন আগুন দাউ দাউ করে জ্বলছে।
খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ খবর দিলে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষন প্রচেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি সকাল সাড়েন’টা পর্যন্ত।

ভিতরে ঢোকার রাস্তা না থাকায় আগুন পুরোপুরি নেভান যাচ্ছে না বলে দাবী দমকলের। এই ঘটনায় ভেঙে পড়েছেন স্থানীয়রা ব্যবসায়ীরা। পোলেরহাট বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাদল ভারতীর গোডাউন ছিল এটি। কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার না হলেও পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here