কোভিশিল্ড নির্মাতা সেরাম ইনস্টিটিউটের বিল্ডিংয়ে ভয়াবহ আগুন, মৃত্যু ৫ জনের

আমাদের ভারত, ২১ জানুয়ারি:পুনে সেরাম ইনস্টিটিউটের একটি বিল্ডিং, ভয়াবহ আগুন লাগার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পুনের মেয়র মুরলীধর মহল জানিয়েছেন বিল্ডিং এর ছয় তলা থেকে পাঁচ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের চিহ্নিত করা হয়েছে। তাদের নাম, মহেন্দ্র ইঙ্গলে, সুশীল পান্ডে, প্রতিক পাস্তে, রমাশংকর হরিজন, বিপিন সরোজ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। উদ্ধব ঠাকরে এই বিষয়ে সংস্থার সিইওর সাথে কথা বলছেন। আগামী কাল তিনি ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন।

করোনার টিকা কোভিশিল্ড উৎপাদনকারি সংস্থা সেরাম ইনস্টিটিউটে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়েছে। যদিও জানা গেছে, যে বিল্ডিংয়ে কোভিশিল্ডের কারখানা সেখানে আগুন লাগেনি। আগুন লেগেছে একটি নির্মিয়মান অংশে। সেখানে বিসিজি টিকা তৈরি হয়।

সেরাম ইনস্টিটিউটের সিইও টুইটারে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, খবর মিলেছে কোভিশিল্ড যেখানে রয়েছে সেখানে কোনো ক্ষতি হয়নি। সূত্রের খবর, দুর্ঘটনা স্থল থেকে কোভিশিল্ড টিকা নির্মিয়মান স্থল প্রায় এক কিলোমিটার দূরে, ফলে করোনার টিকা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা নেই।

আপাতত আগুন নিয়ন্ত্রণে। দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে। কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে গিয়েছিল। রাসায়নিক পদার্থ থেকেই এই ভয়াবহ ধোঁয়া সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। বেলা পৌনে তিনটে নাগাদ আগুন লাগার খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে আসে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here