
আমাদের ভাত্র, ভাঙড়, ২৩ সেপ্টেম্বর: দক্ষিন ২৪ পরগণা জেলা জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার চলছেই। এবার অস্ত্র উদ্ধার হল ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত মাঝেরহাট ও রঘুনাথপুর এলাকা থেকে। দুটি পৃথক তল্লাশি অভিযান চালিয়ে কাশিপুর থানার পুলিশ বুধবার সকালে ৬টি বন্দুক ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারনে অস্ত্র মজুত করা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই কাশিপুর থানা এলাকায় বেআইনি অস্ত্রের কারবার চলছিল বলে গোপন সূত্রে খবর পায় কাশিপুর থানার পুলিশ। সেই খবর পেয়েই গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। অবশেষে এদিন সকালে দুটি জায়গা থেকেই উদ্ধার হয় অস্ত্র। মাঝেরহাট থেকে মাজেদ মোল্লা ও আরাবুল ইসলাম মোল্লা নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি বন্দুক ও ৩০ রাউন্ড গুলি।
অন্যদিকে, রঘুনাথপুর এলাকা থেকে সমির খান নামে এক যুবককে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকেই বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এ সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে কাশিপুর থানার পুলিশ। এই বেআইনি অস্ত্র মজুতের সাথে আর কে বা কারা জড়িত সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য বারুইপুর পুলিশ জেলা জুড়ে গত এক সপ্তাহ ধরেই চলছে বেআইনি অস্ত্র উদ্ধার। দিন তিনেক আগেই কুলতলি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল। এছাড়া নরেন্দ্রপুর থানা ও অন্যান্য থানা এলাকা থেকেও বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে গত কয়েকদিনে।