দিলীপ ঘোষকে নির্বোধ বলে কটাক্ষ করলেন ফিরাদ হাকিম

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ জানুয়ারি:
দিলীপ ঘোষকে নির্বোধ বলে কটাক্ষ করলেন ফিরাদ হাকিম। এমনকি বিজেপির রাজ্য সভাপতিকে মানসিক হাসপাতালে ভর্তি হবার কথা বললেন পুরমন্ত্রী। তিনি বলেন, দিলীপ ঘোষ নিজে কখনই জেএনইউর ঘটনা বুঝবে না। ওনার মাথায় এসব ঢুকবে না বলে সোমবার সায়েন্স সিটিতে জানান তিনি। ফিরাদ হাকিম বলেন, বিজেপি পৈশাচিক হামলা ঘটিয়েছে। এই হামলার প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন।

অন্যদিকে হামলার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। বিরোধী মতকে গলা টিপে হত্যা করছে বিজেপি। ছাত্রদের উপর নৃশংস আক্রমন করে বিজেপি দেশের গণতন্ত্রকে কালিমালিপ্ত করছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। যদিও হামলা করে বিজেপি কখনই বিরোধী মতামতকে উপেক্ষা করতে পারবে না। বিজেপির বিরুদ্ধে ছাত্রসমাজ লড়াই করবে বলে জানান কল্যাণ বন্দোপাধ্যায়।

অন্যদিকে দিল্লির ঘটনায় তৃণমূল কংগ্রেস এক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল সূত্রের খবর, দিল্লিতে দিনেশ ত্রীবেদির নেতৃত্বে এক প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্যের শাসক দল। তারা দিল্লিতে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here