পুরসভার প্রশাসনিক অফিসে দলবদলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিতর্কে ফিরাদ হাকিম

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ:
ফিরাদ হাকিমের প্রশাসনিক অফিসকেই দলীয় অফিস করে তুলল তৃণমূল। শনিবার কলকাতার মেয়র ফিরাদ হাকিমের ঘরে যোগদান পর্ব সারলেন তৃণমূল নেতৃত্ব। পুরভোটের আগে বিপ্লবী বাংলা কংগ্রেসের কাউন্সিলার ঋতা চৌধুরীকে তৃণমূলে যোগদান করালেন মেয়র ফিরাদ হাকিম। যোগদান পর্বে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ঋতা চৌধুরী দীর্ঘ ১০ বছর ধরে ৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়যুক্ত হয়েছেন। বামফ্রন্টের সহযোগী দল হিসেবে কলকাতা পুরসভার প্রতিনিধিত্ব করেছেন। তিনি শনিবার পাঁচ বছরের মেয়াদ শেষ অধিবেশনে মেয়র এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যদিও তা নিয়ে বিতর্ক তৈরি হল। পুরসভার মধ্যে মেয়রের অফিস সবসময় প্রশাসনিক। তার ঘরেই এমন দলবদলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে চর্চা শুরু হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here