ফিরহাদ হাকিমকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত্‍: সুজন

সাথী দাস, পুরুলিয়া, ১৯ মার্চ: “ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বার করে দেওয়া উচিত্‍।” এই ভাবেই আজ কলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা জবাব দিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আজ কলকাতায় গুলি চালনা নিয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, “দুষ্কৃতী না থাকলে গুলি না চললে পুলিশ, কোর্ট সব উঠে যাবে। একটা দুটো ঘটনা হবে।” রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্যের বিরুদ্ধে সুজন বলেন, “ববি হাকিম আজ কলকাতায় গুলি চালনার পরিপ্রেক্ষিতে যে কথা বলেছেন তা অসভ্যতা ছাড়া আর কিছু না।দায়িত্বহীনের মতো কথা। স্ক্রাউনডেলের মতো কথা। উনি সংবিধানের নামে এক জন শপথ নেওয়া মন্ত্রী। এর মধ্যে দিয়ে পুলিশকে ছোট করছেন। এর মধ্যে দিয়ে সংবিধানকে ছোট করছেন।
এর মধ্যে দিয়ে পুলিশ মন্ত্রীর মান ইজ্জতকে ছোট করে দিলেন তিনি। যদি পুলিশ মন্ত্রীর নূন্যতম বিবেচনা বোধ থাকে তাহলে অবিলম্বে ফিরহাদ হাকিমকে খারিজ করা উচিত্‍।” সুজনবাবুর অভিযোগ, “বারুদের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ।”

বাঘমুন্ডিতে আবগারি দফতরের কর্মীদের মারে আহত ও চিকিৎসাধীন শিকারি মুড়া নামে এক যুবক মারা যান। আজ তাঁর বাড়িতে দলের জেলা সম্পাদক প্রদীপ রায় ও স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখান থেকে ঝালদায় পৌঁছতেই নিহত তপন কাঁন্দুর পরিবারের সঙ্গে দেখা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তার কাছে ঘটনার তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পূর্ণিমা দেবী। তিনি বলেন, অভিযোগ রয়েছে পুলিশের আইসি-র বিরুদ্ধে। সেই পুলিশই তদন্ত করছেন এটা মানতে পারছেন না তিনি। তার কথায় সহমত প্রকাশ করে সুজনবাবুও দাবি তোলেন, বিচার বিভাগের তদারকিতে ঘটনার সিবিআই তদন্তের। এদিন রাজ্য সরকার ও পুলিশ নিয়েও ব্যাপক সমালোচনা করেন তিনি। ঝালদায় তপন কান্দুর খুন সম্পূর্ণ ভাবে রাজনৈতিক চক্রান্ত দাবি করে তিনি বলেন আইসি জড়িত রয়েছে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *