রাজেন রায়, কলকাতা, ৩০ নভেম্বর: কলকাতায় চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের তিনি যে প্রথম ভ্যাকসিন পেতে চলেছেন, তা জানা গিয়েছিল আগেই। আর এবার জানা গেল দিনক্ষণ। নিজের মুখে তা জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন তিনি জানান, আগামী ২ ডিসেম্বর অর্থাৎ বুধবার বিকেল চারটেয় নাইসেডে করোনা ভ্যাকসিন নেওয়ার কথা। তারপর তা ধাপে ধাপে দেওয়া হবে এক হাজার জন স্বেচ্ছাসেবীকে।
যে যে শহরে করোনা ভ্যাকসিনের শেষ পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ চলছে, সেই সমস্ত এলাকায় মেয়ররা এই প্রস্তাব পেয়েছেন। আর ঠিক সেভাবেই প্রস্তাব দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিমকেও। তবে অনেকেই তাদের শারীরিক অবস্থা বিচার করে এই ভ্যাকসিন নিতে রাজি হননি। কিন্তু কলকাতায় এক কথায় রাজি হয়ে যান ফিরহাদ হাকিম। আর তার শারীরিক পরীক্ষা করে নাইসেড ও জানিয়েছে, তার শুধুমাত্র পেটের সমস্যা রয়েছে। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে তা নিয়ে কোনও সমস্যা হবে না।
বিধানসভা নির্বাচনের আগে জনগণের মন জিতে নেওয়ার এত বড় সুযোগ ছাড়তে চান নি কলকাতা পুরপ্রশাসক। তিনি বলেন, “মারণ এই করোনা ভাইরাস বহু মানুষের প্রাণ কেড়েছে। তাই এর সমাধান সূত্র বের করতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, আমি তাতেও রাজি।”