দোল উৎসবে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কারন নেই, বললেন ফিরাদ হাকিম

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ মার্চ: দোল উৎসবে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কারন নেই বলে জানালেন ফিরাদ হাকিম। সোমবার রাজ্যের পুরমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা নিশ্চয়ই সতর্ক থাকবো। তাই বলে আতঙ্কিত হয়ে উৎসবে গা ভাসানো বন্ধ করবো না।

আজ চেতলায় দোলে শামিল হয়ে ফিরহাদ বলেন, রাজ্য সরকার করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য সবরকম ব্যাবস্থা গ্রহন করেছে। রাজ্যের স্বাস্থ্য দফতর পুরোপুরি তৈরি। সারা রাজ্যের মানুষের সঙ্গে আমরাও চেতলায় রংয়ের উৎসবে সামিল হয়েছি। রাজ্যের ঐতিহ্য মেনেই দোল উৎসব পালন হচ্ছে। সবধর্মের মানুষ এই রংয়ের উৎসবে সামিল হয়েছে। আমি রাজ্য সরকাররের তরফে রাজ্যের সকল মানুষকে দোলের শুভেচ্ছা জানাচ্ছি বলে জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here