
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৩ মার্চ: রাজ্যে প্রথম মৃত্যু হল এক করোনা পজিটিভ আক্রান্তের। সল্টলেক আমরি হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। আর এর মাধ্যমেই করোনা মৃত্যু মানচিত্রে নাম নথিভুক্ত করল পশ্চিমবঙ্গ।
প্রসঙ্গত এখন পর্যন্ত এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭। তার মধ্যে ঘটল প্রথম মৃত্যু। জানা গিয়েছে, এই প্রৌঢ় কখনো বিদেশ যাননি। তবে ২৬ ফেব্রুয়ারি তিনি উত্তরপ্রদেশের বিলাসপুরে একটি বিয়ে বাড়ি আমন্ত্রণে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি করোনা সংক্রমণ নিয়ে ফিরেছেন বলে মনে করছেন চিকিৎসকরা। আবার চিকিৎসকদের আরেক অংশের ধারণা, ফেরার সময়ে ট্রেন থেকেও সংক্রামিত হতে পারেন, কারণ ওই সময়ে বিলাসপুরে কোনও সংক্রামিত ছিলেন না।
জানা গিয়েছে, ফেরার পর তিনি ২ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত ফেয়ারলি প্লেসে নিজের অফিসে নিয়মিত এসেছেন। ৯ মার্চ নিউটাউনে শপিং মলে বাজার করেন এবং তারপর সস্ত্রীক রেস্তোরাঁয় ডিনার করে বাড়ি ফেরেন। এরপর হোলিতেও অংশগ্রহণ করেন। এরপর ১০ মার্চ থেকে অসুস্থ হয়ে পড়লে তার রক্তপরীক্ষা করানো হয়। রক্তপরীক্ষায় প্রাথমিক ভাবে নিউমোনিয়া ধরা পড়লে বাইপাসের ধারে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরেই ১৯ মার্চ তার শরীর মাত্রাতিরিক্ত খারাপ হলে এবং কাশি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে করোনা টেস্টের জন্য তার রিপোর্ট পাঠানো হয়। ওই সময় থেকেই তিনি ছিলেন ভেন্টিলেশনে। ২১ মার্চ জানা যায়, তিনি করোনা পজিটিভ। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইসিএমও যন্ত্রের সাহায্যে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে করেনা সংক্রমণের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার দুপুর সাড়ে ৩ টে নাগাদ মৃত্যু হয় ৫৭ বছরের ওই প্রৌঢ়ের। তবে নবান্ন সূত্রের দাবি, সংক্রামক রোগে মৃত্যু হওয়ার কারণে ওই প্রৌঢ়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না।