
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ অক্টোবর: মুখ্যমন্ত্রীর ঘোষণা মত সবাইকে মাস্ক পরাতে শুক্র ও শনিবার মেদিনীপুর এবং খড়গপুর শহরের বিভিন্ন বাজারে হানা দেয় পুলিশ। খড়্গপুর শহরের গোলবাজার, মালঞ্চা, ইন্দা সহ বিভিন্ন এলাকায় বাজারগুলিতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হয়। এজন্য বাজার করার আগে তাদের মাস্ক কেনা বাধ্যতামূলক করা হয়।
মেদিনীপুর শহরের ক্ষেত্রেও কোতোয়ালি থানার পুলিশ একই পদক্ষেপ নিয়েছে। যেসব সাধারণ মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে মাস্ক কিনতে পারেননি তাদের সবাইকে পুলিশের পক্ষ থেকে মাস্ক কিনে দেওয়া হয়। সম্প্রতি মেদিনীপুর এবং খড়গপুর শহরে করোনার প্রাদুর্ভাব বাড়ছে হু হু করে। সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।