
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: অবশেষে প্রতীক্ষার অবসান। দেশের সবচেয়ে প্রাচীনতম কলকাতা মেট্রো অবশেষে তার প্রথম শাখা মেলল শহরে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের পরিষেবার বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে। শুক্রবার থেকে তা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য।
সূত্রের খবর প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবা চালু হবে। এরমধ্যে রয়েছে ছটি স্টেশন গুলি হল সেক্টর ফাইভ, করুনাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম। প্রত্যেকটি স্টেশন নিজস্ব থিমে সাজানো হয়েছে। এছাড়া এই মেট্রোতে প্রথম চালু হচ্ছে স্ক্রিন ডোর মেট্রো দরজার সঙ্গে খুলবে স্ক্রীন ফলে আত্মহত্যা করার কোন উপায় থাকবেনা।
দরকার হলে প্লাটফর্মে থাকা ফোন থেকে ফোন করে যাত্রীরা সরাসরি কিছু মেট্রোরেল কর্তৃপক্ষকে জানাতে পারেন। এখানেও স্মার্ট কার্ড এবং টোকেনের বন্দোবস্ত থাকছে। কেবিন থেকেই চালক কামরা গুলি দেখতে পাবেন। প্রথম দিকে কুড়ি মিনিট অন্তর চলবে মেট্রো। পরে পরিষেবার সময় কমিয়ে আনা হবে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল বৃহস্পতিবার এর উদ্বোধন করবেন। শুক্রবার সকাল আটটা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।