এরাজ্যে ভিডিও কনফারেন্সে প্রথম বন্দি মুক্তি

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ: সুপ্রিম কোর্টের নির্দেশ মত সংশোধনাগার খালি করতে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বৃহস্পতিবার পরেশ দাস নামে এক অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আজ ওই অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে হোয়াটসঅ্যাপ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেদিনীপুর আদালতের বিচারক অভিযুক্ত পরেশ দাসকে দেখেন এবং তার জামিন মঞ্জুর করেন।

গত ১২ মার্চ খড়গপুর টাউন থানা এলাকার একটি চুরির ঘটনায় ৩৭৯ ধারায় একটি মামলায় পরেশ দাসকে গ্রেপ্তার করা হয় এবং মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার এ পাঠানো হয়। আজ বিকেলে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয়। সংশোধনাগারের আধিকারিক এস চট্টোপাধ্যায় জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here