মাছের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা, মৃত ১, আহত ২

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ জুন: তমলুক- ময়না রাজ্য সড়কে একটি মাছের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান বাইকে বসে থাকা এক ব্যক্তি। গুরুতর আহত আরো দুইজন মোটরবাইক আরোহী। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার বহিচবেড়িয়ার কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মোটরবাইক করে মা বাবা আর ছেলে তমলুকের দিকে আসছিল। আর মাছের গাড়িটি ময়নার দিকে যাচ্ছিল। মাছের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর একজন মারা যান। মৃত ব্যক্তির নাম সাগর জানা, বয়স আনুমানিক ৫০ বছর। বাকি দুজন মোটর বাইক আরোহী গুরুতর যখম হয়েছে। স্থানীয় মানুষজন মা ও ছেলেকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করে। মৃতের বাড়ি তমলুক থানার পুতপুতিয়া গ্রামে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মাছের গাড়ি সহ চালককে এলাকার মানুষজন নন্দকুমার থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থলে পুলিশ আসার পর স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে পুলিশের সামনে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, মাছের গাড়িগুলো খুবই গতিবেগে চালায়। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here