বাঘের মুখ থেকে ফিরলেন এক মৎস্যজীবী

আমাদের ভারত, গোসাবা, ১৬ নভেম্বর: বাঘের হানায় গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে যাদব মন্ডল নামে বছর পঁয়ষট্টির ওই মৎসজীবীকে উদ্ধার করে নিয়ে আসেন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পিরখালি জঙ্গলে।

গত বুধবার জনা সাতেক মৎস্যজীবী মাছ, কাঁকড়া ধরার জন্য পিরখালির জঙ্গলে গিয়েছিলেন। সেখানেই আজ সকালে যাদববাবু’কে বাঘে আক্রমণ করে। সঙ্গীরা দেখতে পেয়ে কাঁকড়া ধরার শিক, লাঠি নিয়ে বাঘের সাথে লড়াই শুরু করেন। অবশেষে বাঘের মুখ থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন তারা। গুরুতর জখম অবস্থায় যাদব মন্ডলকে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here