আমার ভারত, মুর্শিদাবাদ, ১৫ জুলাই: বুধবার বিকেলে মুর্শিদাবাদের রানিতলা থানার দক্ষিণ শহর গ্রামের পাঁচজন বাচ্চা ছেলে একসঙ্গে জলে ডুবে মারা গেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইব্রাহিম শেখ(৬), শাকিল শেখ(৫), ইউনুস শেখ(৮), আজমল শেখ(৮) ও মিন্টু শেখ(৮)।
এলাকার বাসিন্দারা জানান, বুধবার বিকেলে রানিতলা এলাকার দিয়াড়পাড়া পুকুরে স্নান করতে নামে জলে তলিয়ে যায় একসাথে পাঁচ জন শিশু। পরে পরিবারের সদস্যরা উদ্ধার কাজে হাতে লাগান এবং পাচঁ জন শিশুর মৃতদের উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনা শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।