
আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৩১ মে: রবিবার আলিপুরদুয়ার জেলায় নতুন করে ৫ জন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেল। জানা গেছে, ৫ জনের মধ্যে ১ জন মহিলা রয়েছে। এরা সকলেই বাইরের রাজ্য থেকে জেলায় এসেছেন।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, সম্প্রতি এরা জেলায় আসলে সরকারি তরফে সকলকেই বীরপাড়ার একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে তাদের লালারস প্রথমে ফালাকাটার ট্রুনাট মেশিনে পরীক্ষা করা হলে তাতে রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত তাদের সকলকে নিয়ে আসা হয় তপসিখাতার সারি হাসপাতালে। সেখান থেকে পুনরায় তাদের লালারস উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার সন্ধ্যার পর উত্তরবঙ্গ মেডিক্যাল থেকেও তাদের পজিটিভ রিপোর্ট আসলে শনিবার মাঝরাতেই তাদের সকলকে শিলিগুড়ির কোভিড হাসপাতালে পাঠিয়ে দেয় জেলা স্বাস্থ্য দফতর। এও জানা গেছে, এই ৫জনের মধ্যে ৩জন জেলার মাদারিহাট ব্লকে, ১জন ফালাকাটার জটেশ্বর এবং ১জন কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ির বাসিন্দা।
এদিন জেলা স্বাস্থ্য অধিকর্তা পূরণ কুমার শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, “উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে ৫জনের রিপোর্ট পজিটিভ পাওয়া মাত্রই আমরা সকলকে শিলিগুড়িতে পাঠিয়ে দিয়েছি।” এদিকে গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় এনিয়ে মোট ১৪জনের করোনা পজিটিভের সন্ধান পাওয়া গেছে। আগে দিল্লী থেকে চিকিৎসা করে ফিরে আসা ৪জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। যদিও তাদের সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। এরপর কলকাতা থেকে জেলায় স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন ও সামগ্রী দিতে আসা এক গাড়ির চালকের রিপোর্টও পজিটিভ আসে। যদিও সেই রিপোর্ট আসার আগেই সেই ট্রাক ড্রাইভার কলকাতায় ফিরে যায়। এরপর এদিন নতুন করে ৫জনের করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলাজুড়ে।