আমাদের ভারত, হুগলী, ১১ জুলাই: আমাদের ভারত পোর্টালের খবরের জের, প্রায় পাঁচ ঘন্টা পর নিয়ে যাওয়া হল উত্তরপাড়ায় করোনায় আক্রান্ত মহিলার দেহ। বিকাল তিনটে নাগাদ মারা যাওয়ার পর পুরসভা, থানা থেকে স্থানীয় জনপ্রতিনিধি সকলের দ্বারস্থ হলেও করোনায় মৃত মহিলার দেহ সৎকারের জন্য এগিয়ে আসেনি কেউ। আমাদের পোর্টালে সেই খবর সম্প্রচারের পর যোগাযোগ করা হয় উত্তরপাড়ার পুর প্রশাসক দিলীপ যাদবের সাথে। ঘটনার কথা জানানো হয় হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওকে। শেষ পর্যন্ত নড়েচড়ে বসেন তারা। রাত আটটা নাগাদ সরকারি নিয়ম মেনে দেহ নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য। বাড়ির চারজন সদস্যকে কোয়ারেনটাইনে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।