অর্জুনের গড় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন পাঁচশো কর্মী

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ নভেম্বর: ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের একবার বিজেপিতে ভাঙ্গন ধরলো। শুক্রবার সন্ধ্যায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের টিটাগরের অফিসে বিজেপি ও সিপিএম থেকে প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের হাত ধরে এই কর্মীরা তৃণমূলে যোগ দেন। এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব।

লোকসভা নির্বাচনের আগে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পর বহু তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তবে এবার বিধানসভার নির্বাচনের পর থেকে চিত্রটা আবার বদলাতে শুরু করেছে। এদিন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, “এখন আর আমাদের মধ্যে রাজনীতি নিয়ে মারামারি নেই, কারণ কোনও ভোট নেই। এখন যারা বিজেপি বা অন্য দল থেকে আসছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ দেখেই এগিয়ে আসছেন। সারা রাজ্যজুড়ে এমন কি আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোটা দেশে যে উন্নয়ন হচ্ছে তার সাক্ষী হতেই অন্য দলের কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। তাছাড়া অনেকেই আমাদের জানিয়েছিলেন, যে বিজেপিতে দমবন্ধকর একটা পরিস্থিতি চলছে। সেখানে তারা থাকতে পারছেন না তাই বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসতে চাইছিল এমন কি তারা দল ত্যাগের জন্য প্রয়শ্চিত্ত করতে চেয়েছিলেন। তাই আমরা তাদের আবার একটা সুযোগ দিতে চেয়েছি।”

অপর দিকে এদিন বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা কর্মীরা বলেন, “আমরা কিছু ভুল বোঝা বুঝির জন্য বিজেপিতে চলে গেছিলাম। কিন্তু ওখানে কিছু কাজ করা যায় না। হিন্দু মুসলিম নিয়ে অনেক গণ্ডগোল। তাই আমরা তৃণমূলে ফিরে আসলাম। এখানে নেতৃত্ব যা বলবে আমরা তাই করবো।”

এদিন টিটাগরের মত ভাটপাড়াতেও অর্জুন গড়ে বিজেপিতে ভাঙ্গন ধরলো। ভাটপাড়া বিধানসভার বিজেপির এক ও দুই মন্ডল সভাপতি বিশ্বজিৎ মিশ্র, মহেশ সাউ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। ভাটপাড়ার তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ, অমিত গুপ্তা, অশোক দত্তর উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন ভাটপাড়া ১০ নম্বর ওয়ার্ড অফিসে এই যোগদান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *