
সাথী দাস, পুরুলিয়া, ৮ জুন: অনুমোদনের পাঁচ বছর পর নানা প্রতিকূলতা কাটিয়ে স্কুল ভবনের নির্মাণ কাজ শুরু হল পুরুলিয়ার জয়পুরে। রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো আনুষ্ঠানিকভাবে সেই কাজ শুরু করলেন। ছিলেন স্থানীয় বিধায়ক শক্তিপদ মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি বিমল মাহাতো প্রমুখ।
পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্তরে পড়াশোনার সুযোগ আরো বেশি করে দিতে ২০১৫ সালে প্রায় ৪০টি নতুন বিদ্যালয়ের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। তারমধ্যে জয়পুর ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতের মধ্যে পারবাদডি গ্রামে একটি রয়েছে। পড়ুয়া থাকলেও নিজস্ব স্কুল ভবন এবং স্থায়ী শিক্ষক না থাকার দরুন নিজস্ব ভবন গড়ার জন্য বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া স্কুল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সরকারি কোনও জমিও নেই ওই গ্রামে। জয়পুর নিউ চক্রের অন্তর্গত পারবাদডি গ্রামে একটি পরিবার নিঃস্বার্থে স্কুল গড়ার জন্য তাঁদের জমি দান করে। দুজন স্থায়ী শিক্ষক নিয়োগ হয় নতুন অনুমোদিত ওই গ্রামের স্কুলে। অনুমোদনের পর থেকেই অস্থায়ীভাবে কখনো জমি দানকারি ওই পরিবারের বাড়িতে আবার কখনও স্থানীয় একটি ক্লাব কক্ষে পঠন পাঠন চলছিল। শেষ পর্যন্ত সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে উঠতে পেরেছে ওই স্কুল। সোমবার ওই স্কুলের নিজস্ব ভবনের কাজ শুরু হয়ে গেল।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি জানান, ‘সারা জেলায় প্রত্যন্ত এলাকায় শিক্ষার মঞ্চ করে দিতে রাজ্য সরকার আগেই উদ্যোগী হয়েছিল। বাড়ির পাশেই প্রাথমিক পাঠ নেওয়ার সুযোগ এখানেও সেইভাবেই করা হলো। আমরা আশাবাদী এই স্কুলে প্রাথমিক পাঠ নিতে পারবে এই জনপদের পড়ুয়ারা।’