পুরুলিয়া শহরের চ্যাটার্জি পাড়া প্রাইমারি স্কুলে হয়নি পতাকা উত্তোলন ও সরস্বতী পূজো, বিক্ষোভ অভিভাবকদের

সাথী দাস, পুরুলিয়া, ২৭ জানুয়ারি: স্কুলে পতাকা উত্তোলন হয়নি, হয়নি সরস্বতী পুজো। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জি পাড়া প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলে শিক্ষক শিক্ষিকারা আজ পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে চত্বর। তাঁদের উদ্দেশ্যে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা বলেন, “জাতীয় দিবস উদযাপন হয় না স্কুলে, করোনা আবহ থেকে সরস্বতী পুজোও হয়নি। পড়ুয়াদের মিড ডে মিলের ক্ষেত্রেও দায়সারা ভাব শিক্ষক শিক্ষিকাদের। শিশুদের কোনও বিষয়ে আন্তরিক নন তাঁরা। সব শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হচ্ছে দেখে এই স্কুলের ছাত্র ছাত্রীরা আবেগ চাপা না রেখে আমাদের সামনে আক্ষেপ করছে। স্কুল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, এমন আচরণ করলে শিশুরা শিখবে কী?” বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় কাউন্সিলর রুমকি কর্মকার। তিনিও শিক্ষক শিক্ষিকাদের এই মনোভাব ও কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “সত্যিই এখানে মর্যাদার সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন হয়নি। এটা গর্হিত কাজ।”

পরিস্থিতি সামাল দিতে পুরুলিয়া সদর থানার পুলিশ পৌঁছায়। ততক্ষণে প্রায় সব শিক্ষক শিক্ষিকা স্কুলে পৌঁছান। স্থানীয় বাসিন্দারা সরব হয়ে বিক্ষোভ দেখালে তাঁদের সামনেই অভিযোগের জবাবদিহি দেওয়ার চেষ্টা করেন শিক্ষকরা। শিক্ষক অভিজিৎ মুখার্জি বলেন, “আমাদের বিরুদ্ধে উঠা অভিযোগ ঠিক না। তবে, ব্যক্তিগত কারণে সরস্বতী পুজোর আয়োজন করতে পারিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *