শুভেন্দুর সমর্থনে ফ্লেক্স পড়ল রায়গঞ্জ শহরে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৯ নভেম্বর: “দাদা ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ে। আমরা দাদার অনুগামী”। এই ফ্লেক্স নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার তিন দিন পরেই শুভেন্দুবাবুর সমর্থনে ফ্লেক্স পড়ল রায়গঞ্জ শহরে।

উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে প্রথম এমন ফ্লেক্স লাগানো হয়েছিল। এর পরে রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে শুভেন্দুবাবুর পোস্টার লাগানো হয়েছে। বহুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারী অনুগামীরা নানান ধরনের স্লোগান লেখা ফ্লেক্স লাগানো নিয়েও জল্পনা ছড়ায় বিভিন্ন জায়গায়। শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রায়গঞ্জ শহরের ফ্লেক্স লাগানোর ফলে আবারও বিতর্ক সৃষ্টি হল বলে মনে করছে জেলা রাজনৈতিক মহল।

বিজেপির পোস্টারের পাশেই শুভেন্দুবাবুর অনুগামীরা এই ফ্লেক্স লাগানোর ফলে আরো বেশি করে জল্পনা সৃষ্টি করেছে। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই বিষয়টিকে খুব একটা বেশি গুরুত্ব দিতে রাজি নন। রায়গঞ্জ পৌরসভা এলাকাতে এমন ফ্লেক্স লাগানোর ফলে রীতিমতো তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘুম উড়ি গেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর নানা পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, শহরের কোথায় এধরণের ফ্লেক্স লাগানো হয়েছে তা জানা নেই। তবে তৃণমূল কংগ্রেসের কোনও নেতা ও কাউন্সিলর বিজেপিতে যাচ্ছেন কি না আমার জানা নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here