নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ১২ জুলাই: লাগাতার বৃষ্টিতে কোচবিহার জেলার বিভিন্ন নদীগুলোর জল বাড়তে শুরু করেছে। মাথাভাঙ্গা, মানসাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। সেখানে অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে কোচবিহার শহর পার্শ্ববর্তী তোর্সা নদীতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এখনো পর্যন্ত বেশকিছু ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ। কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ড, শহর সংলগ্ন টাকাগাছ ইত্যাদি এলাকায় তোর্সা নদী তীরবর্তী অসংরক্ষিত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
প্রবল বৃষ্টির জেরে মানসাই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সিতাই ব্লকের সিঙ্গিমারী এলাকায় নদীর বাঁধ ভেঙে পার্শ্ববর্তী গ্রামে জল ঢুকতে শুরু করেছে।
ইতিমধ্যেই জলের তোড়ে ভেসে গেছে বেশকিছু আবাদি জমি। প্রশাসনের তরফ থেকে এলাকার মানুষদের উদ্ধার করার জন্য তৎপরতা শুরু হয়েছে। মেখলিগঞ্জ এর পরিস্থিতি ভালো নয়, সেখানে তিস্তা নদীতে লাল সর্তকতা জারি করা হয়েছে। কুচলীবাড়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে।