করোনার দ্বিতীয় ঢেউয়ে চরম দুর্ভোগে ফুলচাষিরা

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২০ জুন: করোনার দ্বিতীয় ঢেউয়ে চরম দুর্ভোগে উত্তর ২8 পরগনার ফুলচাষিরা। বাজারের সময় শিথিল হলেও, যানবাহন পরিষেবা শিথিল না হওয়াতে ফুল বিভিন্ন মার্কেটে নিয়ে যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে ঠাকুরনগর ও তার পার্শ্ববর্তী এলাকার ফুলচাষিরা। চাষ করলেও লাভের মুখ দেখতে পারছে না চাষিরা। সারের দাম আকাশছোঁয়া এবং লেবার খরচা তিনশো টাকার বেশি নিয়ে নিচ্ছে। এই অবস্থায় সমস্যায় পড়ছে ফুলচাষিরা। ২০২০ ও ২০২১ সালে করোনার জন্য সমস্যায় পড়েছে ফুল মার্কেটগুলি। ফুল মার্কেটে ফুল নিয়ে গেলেও ব্যবসায়ীরা থাকলেও নেই কোনও ক্রেতাদের দেখা এই অবস্থায় বাধ্য হয়ে ফুল নষ্ট হয়ে যাচ্ছে বা ফুল ফেলে দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। ফুল চাষ করতে যে টাকা খরচ হচ্ছে সেই টাকা ওঠাতে পারছে না উত্তর ২8 পরগনার ফুলচাষিরা।

একজন ফুল চাষি শিশির বাইন বলেন, আমদের যে টাকা খরচ করে চাষ করতে হচ্ছে তার লাভের মুখ দেখতে পারছি না। খরচের টাকা তুলতে হিমসিম খেতে হচ্ছে করোনার জন্য। বাজার খুলে গেলও যানবাহন পরিষেবা শিথিল না হওয়াতে এই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সরকারের কাছে আবেদন করেও সমস্যার সমাধান হয়নি। এখন দেখার করোনার দ্বিতীয় ঢেউ স্বভাবিক কবে হবে এবং লাভের মুখ কবে দেখবে সেই দিকেই তাকিয়ে উত্তর ২8পরগনার ফুলচাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *