
রাজেন রায়, কলকাতা, ৩০ মে: অসুস্থ রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা সুজিত বসু। করোনা থাবা বসিয়েছে তাঁর শরীরে। এই অবস্থায় সুজিতবাবুর আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করল তাঁর অনুগামীরা।
শনিবার সকালে সুজিতবাবুর দ্রুত সুস্থতা কামনা করে যজ্ঞ অনুষ্ঠিত হয় লেকটাউনের শ্রীভূমি ক্লাব চত্বরে। প্রতি বছরে ওই ক্লাবের দুর্গাপুজো নজর কাড়ে শহরের। থিম পুজো হিসেবে বিশেষ সুনাম রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। ওই ক্লাবের প্রধান কর্তা হলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগর কেন্দ্রের বিধায়ক সুজিত বসু।
সেই ক্লাব কর্তা তথা রাজ্যের মন্ত্রী এখন অসুস্থ। তাঁর আরোগ্য কামনায় ওই ক্লাব চত্বরেই যজ্ঞের আয়োজন করেন তাঁর অনুগামীরা। ক্লাব চত্বরে তাবু টাঙিয়ে পুরোহিত ডেকে করা হয় যজ্ঞ। উপস্থিত ছিলেন ক্লাবের অল্প সংখ্যাক সদস্য। সকলেই তাঁদের প্রিয় নেতা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন।
মন্ত্রী হিসেবে সুজিতবাবুই প্রথম ব্যক্তি যাঁর পরিবারে থাবা বসিয়েছে করোনা। বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। একই সঙ্গে পরিবারের বাকি সদস্যদেরও পরীক্ষা করা হয়।
জানা গিয়েছে, মন্ত্রী সুজিত বসুর বাড়ির এক পরিচারিকার দেহে করোনার সংক্রমণ দেখা যায়। এরপরে তাঁর বাড়িতে সকলের করোনা পরীক্ষা করানো হয়। এই মুহূর্তে করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু, তার স্ত্রী এবং দুই পরিচারিকা। এরপরেই মন্ত্রী সুজিত বসুর পরিবারের সকলকে হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়।