আদর্শকে অনুসরণ করে স্বামীজীকে শ্রদ্ধা পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১২ জানুয়ারি: স্বামীজীর আদর্শকে অনুসরণ করে শ্রদ্ধা জানালেন পুরুলিয়াবাসী। কোভিড পরিস্থিতিতে সমাজসেবা ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলিসহ বিভিন্ন সংস্থা।

১৫৯বর্ষ জন্ম তিথিতে কোভিড বিধি মেনে প্রভাতফেরি, আবক্ষ মূর্তিতে পুস্পার্ঘ অর্পণ, অনলাইন ক্যুইজ, শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা এবং করোনা সংক্রান্ত সচেতনতার প্রচার সহ মাস্ক বিতরণ, রক্তদান শিবির, টিকাকরণ শিবির কর্মসূচির মধ্য দিয়ে জেলা জুড়ে দিনটি পালন হয়।

স্বামী বিবেকানন্দের জন্মদিন একটু অন্যভাবে পালন করে পুরুলিয়ার কিছু মানুষ। ‘আমরা কজন’ নামে সমাজসেবী সংস্থার উদ্যোগে জনসচেতনতা বাড়িয়ে এবং পথচারীদের মাস্ক বিতরণের মধ্য দিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালো। প্রচারমূলক ট্যাবলো ঘুরল পুরুলিয়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। মানবিক আস্থা ফাউন্ডেশন পাড়া ব্লকের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করে। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশ্বরূপ চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী ও সদস্যরা। এদিনের অনুষ্ঠানে দুটি বিভাগে ‘একটি গ্রামীণ পরিবেশ’ ও ‘বিবেকানন্দর ছবি’র বিষয়ক ভাবনায় রং তুলিতে ফুটিয়ে তোলে খুদে পড়ুয়ারা।

ঝালদা পৌরসভার উদ্যোগে স্থানীয় কলেজের পাশে স্বামী বিবেকানন্দের পূর্ণ মূর্তির উন্মোচন হয়। রাজ্য যুব কল্যাণ দফতরের উদ্যোগে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হয় জেলাজুড়ে।

পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ও বিদ্যাপীঠ দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে। বিবেকানন্দ বিষয়ক আবৃত্তি, কবিতা পাঠ, ছাত্র শিক্ষক সমবেত সঙ্গীত পরিবেশন হয় বিদ্যাপীঠে আয়োজিত অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *