হাবড়ায় বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে মাস্ক বিতরন করে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ অক্টোবর:
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে ঘুরে মাস্ক বিতরন করলেন এবং দুঃস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন। বর্তমান করোনা আবহে দুর্গা পুজো হচ্ছে। এই সময় করোনা বিধি লাগু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পুজোর সময় মাস্ক ছাড়া বাইরে বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি রয়েছে আদালতের নির্দেশ।

এই পরিস্থিতিতে প্রশাসন করোনা কে নিয়ন্ত্রনে রাখতে তৎপর। প্রশাসনের নির্দেশ মেনেই চলতি বছরে পুজো করছেন পুজোর উদ্যোক্তারা। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন পুজো মণ্ডপে মাস্ক বিতরণ করে নাগরিকদের উদ্দেশ্যে বললেন, “পুজো উদ্যোক্তারা তো মাস্ক বিতরন করছেনই। আমিও অতিরিক্ত মাস্ক বিভিন্ন পুজো কমিটিগুলিকে বিতরণের জন্য দিলাম। করোনা কে রুখতে প্রত্যেকের মুখে মাস্ক আবশ্যক। তাই কেউ যেন কোথাও মাস্ক ছাড়া বাইরে না বেরোয়।” জনগণকে এভাবেই পুজোর সময় ঘুরে ঘুরে সচেতন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *