পুলিশ দিবসে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ সেপ্টেম্বর: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, আর তাই পুলিশ দিবসে একদিকে ফুটবলে শর্ট মেরে আমন্ত্রণ ফুটবলকে। অন্যদিকে মার্চপাস্ট ও কেক কেটে ঝাড়গ্রাম জেলা পুলিশ পুলিশ দিবসের উদযাপন করে।

এবার দ্বিতীয় বছরে পড়ল পুলিশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে পুলিশ দিবস পালন। প্রথমে পুলিশের সমস্ত বিভাগের কর্মীদের মার্চপাস্ট ও পুলিশ সুপার অরিজিৎ সিনহা কেক কেটে এর শুভ উদ্বোধন করেন। তার পরেই নানা অনুষ্ঠান হয় প্যারেড গ্রাউন্ডে। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্ত আধিকারিক সহ পুলিশের সমস্ত কর্মীরা।

অপর দিকে গোপীবল্লবপুর বিধানসভার অন্তর্গত গোহালমারা মাঠে ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে একটি আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবলে সর্ট মেরে এদিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝাড়গ্রামের গোপীবল্লবপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি সহ ঝাড়গ্রাম জেলা পুলিশের আধিকারিকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here