বারো বছর ধরে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে শুধু ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, যাতে কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারে: দিলীপ ঘোষ

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাসপুরের সোনাখালীতে ঘাটাল সংগঠনিক জেলার কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠন মজবুত করা এবং আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত ভোট যখনই হোক না কেন মানুষের সাথে যোগাযোগ রাখা সহ সংগঠনকে মজবুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দিলীপবাবু। ঘাটাল ও মেদিনীপুর লোকসভা আসনে ২০২৪ সালে ভোটে জয়লাভ করার কথা বললেও সংগঠন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন দিলীপবাবু।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু কুড়মি নয় জঙ্গলমহলে সাঁওতাল মুন্ডা সহ যারা আছেন তাদের জন্য তৃণমূল সরকার বারো বছরে কিছু করেনি। এমনকি পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারেনি। তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে যাতে কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারে। তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সি যেমন তদন্ত করছে তেমনি সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

জঙ্গলমহলের মানুষ এই সরকারের আমলে বঞ্চিত হচ্ছে। কুড়মিদের জন্য সংরক্ষণ বিল এলে আমরা সমর্থন করব। এদিন ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তন্ময় দাস, ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি তপন দত্ত, রাম কুমার দে, কৃষান মোর্চা রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত সহ অন্যান্য নেতারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here