অযোধ্যার সীমানার বাইরে দেওয়া হোক মসজিদের জন্য জমি, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

আমাদের ভারত,৮ ডিসেম্বর:অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে তর্ক বিতর্ক চলছে। তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে মসজিদ তৈরীর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে যে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তা অযোধ্যার সীমানার বাইরে দেওয়া হোক। শনিবার এমনটাই দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সভাপতি চম্পতরায় বলেন, আগে অযোধ্যা একটি ছোট শহর ছিল। কিন্তু ২০১৮-র ডিসেম্বর থেকে অযোধ্যা এবং ফৈজাবাদ মিলে একটি নগর নিগম তৈরি হয়েছে। তাই তাদের দাবি সুন্নি ওয়াকফ বোর্ডকে পুরনো অযোধ্যার নগর সীমার বাইরে জমি দেওয়া হোক।

তিনি বলেন ২০২০-র জানুয়ারির মধ্যে রামমন্দির নির্মানের জন্য ট্রাস্ট তৈরি হয়ে যাবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন ট্রাস্টে মাথা হবার জন্য আর এস এস প্রধান মহোন ভাগবতের নাম উঠে এলেও তা হবে না।

সংঘের আরও এক সদস্যের কথা অনুযায়ী, সংঘের শীর্ষ পদাধিকারী কগনোই কোনো ট্রাস্টের অংশীদার হন না। সংঘে এই ধরনের পরম্পরা নেই। সংঘ প্রধানের সামনে এই ধরনের কোনো প্রস্তাব রাখা হলেও তিনি তা নাকচ করে দেবেন।

গত ৯ নভেম্বর বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির পক্ষেই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে অন্যত্র মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অন্যদিকে অযোধ্যা মামলার এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ৭টি পিটিশন দাখিল হয়েছে আদালতে
যদিও পরিষদের সভাপতি চম্পতরায় বলেছেন, এটা ওদের আইনি অধিকার। কিন্তু এর জন্য আমদের নেওয়া কোনো সিদ্ধান্ত প্রভাবিত হবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here