করোনা গ্রাস থেকে রক্ষা করতে চাকুরীজীবীদের হয়ে তিন মাসের পিএফের টাকা দেবে সরকার

আমাদের ভারত,২৬ মার্চ:মোদী সরকারের ২১ দিনের লক ডাউন এর মধ্যে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ অসুবিধায় পড়েছেন। তাই করোনা ভাইরাসের গ্রাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে বৃহস্পতিবার কেন্দ্র সরকার বড় আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে। তারমধ্যে সংগঠিত ক্ষেত্রে চাকুরীজীবিদের জন্য বলা হয়েছে আগামী তিন মাস যাদের ইপিএফ এর সুবিধা আছে,তাদের পিএফ এর টাকা জমা দিতে হবে না। সেই টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে।

দ্বিতীয়টি হল ইপিএফ এর স্কিম রেগুলেশন সংশোধিত হবে। তাতে কর্মীরা ৭৫ শতাংশ টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন, এবং তা হবে নন রিফান্ডেবল।

সাধারণত কর্মীদের বেসিক পেমেন্টের থেকে ১২ শতাংশ টাকা ইপিএফের জন্য কেটে নেওয়া হয়। সেখান থেকেপেনশন ও পিএফ এর দুটি ক্ষেত্রে টাকা ভাগ করে দেওয়া হয়। সমপরিমাণ টাকা মালিকপক্ষ দেন। আগামী তিন মাস এই টাকা দিয়ে দেবে সরকার। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। তা হল যে সংস্থায় ১০০ জন কর্মী থাকবে এবং যে কর্মীর বেতন ১৫ হাজার টাকা বা তার কম তারাই এই সুবিধা পাবেন।

কেন্দ্র সরকারের এই ঘোষণায় ৮০ লক্ষ সংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষ ও হচ্ছে আর ৪ লক্ষ্য অসংগঠিত শ্রমিকরা উপকৃত হবেন বলে জানা গেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here