আপাতত এনআইএ থেকে স্বস্তি ছত্রধরের  

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ অক্টোবর: এগারো বছর আগে লালগড়ের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় তাকে এবং অন্যান্য অভিযুক্তদের এখনই গ্রেপ্তার করা যাবে না বলে এনআইএ’র বিশেষ আদালতের ঘোষণায় স্বস্তি পেলেন ছত্রধর মাহাত। বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সামন্ত এই মামলায় প্রয়োজনে নোটিশ পাঠিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার এবং তদন্তে অভিযুক্তদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, লালগড়ের ওই সিপিএম নেতাকে খুনের মামলায় ছত্রধর সহ সাতাশ জন অভিযুক্তের বিরুদ্ধে
ইউপিএ ধারা যুক্ত করে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলেন এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা। তারা অভিযোগ জানান, নির্দিষ্ট দিনে আদালতে হাজির হচ্ছেন না অভিযুক্তরা এবং তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করছেন না। তাই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এই আবেদনের বিরুদ্ধে ছত্রধর মাহাতো ও অন্যান্য অভিযুক্তদের আইনজীবী কৌশিক সিনহা আবেদন জানিয়ে বলেন, এই মামলায় ঝাড়গ্রাম আদালত থেকে অভিযুক্তরা জামিন পেয়েছেন। সেই জামিন আদালত এখনও বাতিল করেনি। তাই আইএনএ’র আবেদন গ্রাহ্য হয়নি বলে কৌশিক বাবু জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *