দ্বিতীয়বার বিজেপির জেলা সভাপতি হলেন সুখময় সৎপতি

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ ডিসেম্বর: বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন সুখময় সৎপতি। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের সমস্ত জেলা ও সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় নেতা প্রতাপ চট্টোপাধ্যায়। সেই সাংবাদিক সম্মেলনে ঝাড়গ্রাম জেলার দলীয় সভাপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব পান সুখময় বাবু।

প্রথমবার সভাপতির দায়িত্ব নেওয়ার পর জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় বিগত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে জেলার সাতাশটি গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতি এবং লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সংসদীয় আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এই সমস্ত সাফল্যের নিরিখে রাজ্য বিজেপি নেতৃত্ব তাকে দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতির পদে বহাল রেখেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here