তেঘরী হাইস্কুলে বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ মার্চ: শুক্রবার দুপুরে আনন্দপুর থানার বড় তেঘরীতে অবস্থিত তেঘরী হাইস্কুলে(উ.মা) “বন ও বন্যপ্রাণ” সংরক্ষণ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। উদ্দেশ্য হল সামনের শিকার উৎসবের প্রাক্কালে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। যাতে করে প্রাচীন রীতির কবলে পড়ে অযথা বন্যপ্রাণ ধ্বংস না হয়। এই উদ্যোগে সামিল হয়েছিল পশ্চিমবঙ্গের বন দপ্তর। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোদাপিয়াশাল বনাঞ্চল এর রেঞ্জার আশুতোষ মাহাতো, ডেপুটি রেঞ্জার প্রদীপ হালদার ও বন দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও উজ্জ্বল উপস্থিতি ছিল বিশিষ্ট শিক্ষক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অরিন্দম দাস। আলোচনা সভার শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী ঘনা। প্রধান শিক্ষক ও বনদপ্তরের আধিকারিকগণ বন ও বন্যপ্রাণ সংরক্ষণ প্রয়োজনীয়তার কথা ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন। অরিন্দম দাস অডিও ভিসুভিয়াস এডের সাহায্য বন্যপ্রাণ বিষয়ক তথা সমৃদ্ধ চিত্রপ্রদর্শনী ও বক্তব্য উপস্থিত বিশিষ্টজন, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের মুগ্ধ করেছে। আশা করা যায় বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই ধরনের আলোচনা সভা আগামী দিনে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

বনাধিকারিক শ্রীমাহাতো জানান, বন দপ্তরের উদ্যোগে স্কুলে স্কুলে এ ধরনের সভার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হবে। আলোচনা সভার অন্যতম উদ্যোক্তা এবং বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা শিক্ষক হেদায়েতুর রহমান খান জানান, বন ও বন্যপ্রাণ সংরক্ষণে ধারাবাহিক প্রচারে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আলোচনা সভা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট ইকো ক্লাবের পক্ষে সবাইকে ধন্যবাদ জানান শিক্ষক হেদায়েতুর রহমান খান। এছাড়াও এদিন বিদ্যালয়ের মাঠের চারপাশে বেশ কিছু বৃক্ষরোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *