হাতির হানায় মৃতদের পরিবারের হাতে চেক তুলে দিল বনদপ্তর  

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: হাতির হানায় মৃত ব্যক্তির স্ত্রীর হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা। সোমবার সন্ধ্যায় চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা হাতির হানায় মৃত ফটিক মাহাতোর স্ত্রীর হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দেন।

ফেব্রুয়ারি মাসে চাঁদড়া রেঞ্জ এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল ফটিক মাহাতো নামে এক গ্রামবাসীরl এর আগে জানুয়ারি মাসে ভীমপুর গ্রামে বিজয় মাহাতো, নয়াবসত গ্রামে অজিত নায়েক, আনন্দপুর গ্রামে শিবু হেমরম, ঢেঙ্গাশোল গ্রামে কালিপদ মাহাতো এবং বিষ্ণুপুর গ্রামে অমল ঘোষ হাতির হানায় প্রাণ হারানl বনদপ্তর সূত্রে জানা গেছে, তাদের প্রত্যেকের পরিবারের হাতে বনদপ্তরের  নিয়ম অনুসারে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছেl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here