
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ জানুয়ারি: হাতির হানায় মৃত দুই ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। শনিবার বনদপ্তরের পক্ষ থেকে লালগড় রেঞ্জের আধিকারিক শ্রাবণী দে এবং এলাকার বিশিষ্ট সমাজকর্মী শ্যামল মাহাতো হাতির হানায় মৃত লালগড় রেঞ্জের পডিহা গ্ৰামের বাসিন্দা বঙ্কিম হাঁসদা ও আঁধারমারা গ্ৰামের বাসিন্দা বিজয় মাহাতর পরিবারের সদস্যদের হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দেন। গত বছরের শেষের দিকে লালগড়ের পডিহা গ্রামের বাসিন্দা বঙ্কিম হাঁসদা জঙ্গলে গিয়ে হাতির হানায় প্রাণ হারান। এ বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি ভীমপুরের বাসিন্দা বিজয় মাহাতো শালবনি বাজার থেকে বাড়ি ফেরার সময় হাতির সামনে পড়ে যান এবং হাতির আক্রমণে তার মৃত্যু হয়।