
জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: যৌথ বন পরিচালন সমিতির উদ্যোগে সোমবার মেদিনীপুর প্রদ্যোত স্মৃতি ভবনে বন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত, মুখ্য বনপাল (দক্ষিণ) কল্যাণ দাস, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ- সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিং সহ অন্যান্যরা।
সভায় বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, এবছর বন সপ্তাহে রাজ্য জুড়ে ১ কোটি চারা গাছ লাগানো হবে। বেসরকারি হাতে আরো ১ কোটি চারা গাছ তুলে দেওয়া হবে। তিনি জানান, গড়বেতার গাছ কাটার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। এবার বিট অফিসারদের বাইক ও এন্ড্রয়েড মোবাইল দেওয়া হবে। বন সুরক্ষা কমিটিগুলির উন্নয়নেও সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।