
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৫ ফেব্রুয়ারি: গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেওয়ার পর পাট্টা সংক্রান্ত সমস্যার সমাধানে রবিবারই কাজ শুরু করে দিল প্রশাসন। এদিন মাতকাতপুর গ্রামে ক্যাম্প করে সেখানকার শতাধিক পরিবারের জন্য পাট্টার আবেদন পত্র পূরণ করান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং সেচ দপ্তরের আধিকারিকরা।
গতকাল অর্থাৎ শনিবার কেশপুরের জনসভায় বক্তব্য রাখার আগে খড়্গপুর গ্রামীণ বিধানসভা এলাকার মাতকাতপুর গ্রামে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার শতাধিক পরিবারের সঙ্গে তাদের সমস্যা সংক্রান্ত বিষয়গুলি জানার চেষ্টা করেন। সেই সময় গ্রামবাসীরা তাকে তাদের নিজস্ব কোনো জায়গা না থাকায় সরকারি বাড়ি পাচ্ছেন না বলে জানান। এরপরে গ্রামবাসীদের সামনেই সেচ মন্ত্রীকে ফোন করে দ্রুত জমি সমস্যা মেটানোর আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ রবিবার সরকারি আধিকারিকরা ক্যাম্প করে পরিবার গুলিকে পাট্টা দেওয়ার উদ্যোগ নেন।