মেদিনীপুর সমন্বয় সংস্থার কার্যকরী কমিটি গঠন

আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জানুয়ারি: অখন্ড মেদিনীপুরের একটি ঐতিহ্যবাহী ও গর্বের সংস্থা  মেদিনীপুর সমন্বয় সংস্থা। ২০১১ সালের ২০শে আগষ্ট যাত্রা শুরু করে সংস্থাটি। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা সম্পাদক অবিভক্ত জেলার কৃতিসন্তান বিশিষ্ট গণিতজ্ঞ অধ্যাপক প্রণবেশ জানার নেতৃত্বে ঐতিহাসিক মেদিনীপুরের মনীষীদের ও বিপ্লবীদের জন্ম মৃত্যু দিবস পালন সহ নানা কর্মকান্ডে নিয়োজিত রয়েছে সমন্বয় সংস্থা।

প্রাথমিকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় চালু করতে সরকারের  দৃষ্টি গোচর করে উল্লেখযোগ্য ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই সংস্থা।মেদিনীপুরের কৃতী সন্তানদের একই ছাতার তলায় নিয়ে আসা, কলকাতায় বিভিন্ন কাজে যাওয়া মানুষ জনের নিরাপদে সল্পমূল্যে থাকার জন্যে কলকাতার ৭ বি, বলরাম ঘোষ স্ট্রিটে ‘মেদিনীপুর ভবন ‘গড়ে তোলা সহবহুবিধ  সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছে সমন্বয় সংস্থা।

সংস্থার অষ্টম বার্ষিক সাধারণ সভা কলকাতার বীরেন্দ্র হলে অনুষ্ঠিত হয় এবং বার্ষিক সাধারণ সভায় ৬১ জনের কার্যকরী সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *