শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

রাজেন রায়, কলকাতা,১১ ডিসেম্বর: বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রের খবর, ভেন্টিলেশনে থাকলেও শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। শুক্রবার সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়াও বন্ধ করেছেন চিকিৎসকরা।বুদ্ধদেববাবু ভেন্টিলেশন ছাড়া স্থিতিশীল থাকতে পারছেন কিনা তা বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে তাঁরা দেখতে চাইছেন।

শুক্রবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে বলা হয়, কড়া ডোজের ঘুমের ওষুধ আর তাঁকে দেওয়া হচ্ছে না। রক্তচাপ, অক্সিজেনের মাত্রা আপাতত স্বাভাবিক। ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তবে তন্দ্রাচ্ছন্ন অবস্থা এখনও কাটেনি তাঁর। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। তবে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভর্তি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে।

এই মুহূর্তে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯৬, যা স্বাভাবিক। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কৌশিক বসু ও সৌতিক পাণ্ডার অধীনে। বুধবার তাঁকে হাসপাতালে ভরতি করানোর পর করোনা পরীক্ষাও হয়। কারণ এই ধরণের রোগীর করোনা সংক্রমণ হলে আরো বিপদ বেড়ে বেড়ে যেতে পারে। প্রশস্তির কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত তাকে ২৪ ঘন্টাই পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here