শুভেন্দু অধিকারী দল ছাড়লে জঙ্গলমহলে কোনও প্রভাব পড়বে না বললেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮নভেম্বর: শুভেন্দু অধিকারী দল ছাড়লে জঙ্গলমহলে তার কোনও প্রভাব পড়বে না বলে মনে করেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের মুখপাত্র ডাঃ উমা সরেন। জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী মা হিসেবে পুজো করে। জঙ্গলমহলের মানুষ কোনও স্বার্থেই বিশ্বাস হীন হয় না।বিশ্বাসহীনতাকে ঘৃনা করে জঙ্গলমহলের মানুষ।

অন্যদিকে আজ স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন ডাঃ উমা সরেন। পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকার সাব-সেন্টারগুলিতে পরিকাঠামোর দেড় গুণের বেশি ব্যবস্থা করা আছে। প্রয়োজনের থেকে বেশি ডাক্তার রয়েছে এ সমস্ত এলাকায়।

গুজরাতে যেখানে ১০৩০টি পিএইচসি তে ডাক্তার থাকা প্রয়োজন, তার অর্ধেক রয়েছে ৫৩১ জন। রুরাল এ হাসপাতাল সংখ্যা মাত্র ৩৬৩, বেড সংখ্যা ১১ হাজার ৬৮৮, পশ্চিমবঙ্গের রুরালে ১২০৭২টা হাসপাতাল রয়েছে, সেখানে হাজার ১৯৬৮৪ বেড রয়েছে। অর্বান এরিয়াতে গুজরাতে ৭৫ টা হাসপাতাল আছে, আর বেড রয়েছে ৮৪৮৪। সেখানে পশ্চিমবঙ্গে আরবান এলাকায় ২৯৪ টা হাসপাতাল রয়েছে। রোগীর বেড সংখ্যা রয়েছে ৫৮ হাজার ৮৮২ মধ্যপ্রদেশে প্রয়োজনের অর্ধেক পরিকাঠামো নেই স্বাস্থ্যব্যবস্থায়।কর্নাটকে সি এইচ সি, সাব সেন্টার, চারটি প্রয়োজন হলে রয়েছে একটি। রাজস্থানের পরিকাঠামো প্রায় অর্ধেক। ছত্রিশগড়ের অর্ধেকও ডাক্তার নেই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের দিক থেকে এতটাই এগিয়ে গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে। তারপরেও রাজ্যের ১০০%মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য আওতায় নিয়ে আসলেন, যা ইতিহাসে অনন্য। এই কার্ড শুধু স্ব্যস্থ বিমা নয়। নারীর ক্ষমতায়নও বহন করবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here