খড়্গপুর পুরসভায় পুর প্রশাসকের দায়িত্ব নিলেন প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: খড়্গপুর পুরসভায় পুর প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার। তিনি বিগত ৫ বছর এই পুরসভার পুরপ্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১৫ সালে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা কাউন্সিলরদের নিয়ে পুরবোর্ড গঠন করে তৃণমূল। সেই সময় পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে বিরোধী কাউন্সিলার ভাঙ্গানোর মারাত্মক অভিযোগ ওঠে।

সংখ্যালঘু হওয়া সত্ত্বেও এইভাবে সিপিএম এবং বিজেপি দলের সাত-আটজন কাউন্সিলরকে দলে টেনে পুর বোর্ডের দখল নেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। তারপর প্রদীপ সরকার চেয়ারম্যান হন। বৃহস্পতিবার খড়্গপুরের মহকুমা শাসক তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন। পুর বোর্ডের বাকি সদস্যদেরকেও রাখা হয়েছে এই পরিচালনা বোর্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *