রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিবেন্দ্র নাথ চৌধুরীর ছেলের বিজেপিতে যোগদান

আমাদের ভারত, কোচবিহার, ১১ ফেব্রুয়ারি: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা শিবেন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী আজ বিজেপিতে যোগদান করলেন, কোচবিহার জেলা বিজেপি কার্যালয় বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসুর উপস্থিতিতে জেলা সভানেত্রী মালতি রাভা রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করলেন। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসাবে মানুষ বিজেপিকে চাইছে, তাই এই যোগদান। সন্দীপ চৌধুরি কলকাতায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। যোগদানের পর সায়ন্তন বসু বলেন সন্দীপ চৌধুরীকে রাজ্যজুড়ে দলের কাজে লাগানো হবে। 

এদিন যোগদানের পর সন্দীপ চৌধুরী বলেন “মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার একমাত্র বিকল্প বিজেপি, এছাড়াও সিএএ নিয়ে এসে কেন্দ্র যে কাজ করেছে তাতে উপকৃত হবে উদ্বাস্তু মানুষরা, এই কারণেই আমি বিজেপিতে যোগদান করলাম,”। দল যেভাবে কাজে লাগাবে সেইভাবেই কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ছাড়াও জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায়, তিনি বলেন সন্দীপ চৌধুরি কোচবিহার জেলার ছেলে, তাকে এই জেলায় কাজে লাগানো হবে।

সায়ন্তন বসু বলেন, “সন্দীপের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। ও অনেকদিন থেকেই বিজেপির বিভিন্ন প্রেস রিলিজ লেখার কাজ করে, ও যখন আমাদের দলে যোগদান করল তখন তাকে দলের কাজে লাগানো হবে,”। যদিও এই যোগদানকে হতাশাজনক বলে মনে করে সিপিএমের জেলা সিপিএম সম্পাদক অনন্ত রায়। তিনি বলেন, “দেশজুড়ে যখন বিজেপির শক্তি কমিয়ে হচ্ছে, আবেগ তাড়িত হয়ে সন্দীপ বিজেপিতে যোগদান করলো, যা আমাদের কল্পনার অতীত, কোচবিহারের মানুষ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে,”। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *