পাকিস্তানে দলীয় কর্মসূচি চলাকালীন গুলিবিদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

আমাদের ভারত, ৩ নভেম্বর: পাকিস্তানের ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার আজাদির মিছিল চলাকালীন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন তিনি। কোনমতে প্রাণ রক্ষা পেলেও গুলি লেগেছে তার ডান পায়ে।

ঘটনার পর ইমরান খান বলেন, আল্লাহ তাকে নতুন জীবন দান করেছেন। তাকে হত্যার চেষ্টা করা হলেও আত্মবিশ্বাস এতটুকুও টলেনি।গুলিবিদ্ধ অবস্থাতে দেশের মানুষের প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা, “ইনশাআল্লাহ আমি আবার লড়াই করে ঘুরে দাঁড়াবো।”

বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে খুনের চেষ্টা করা হয়। আজাদি মার্চের মিছিল চলাকালীন পাকিস্তানের তেহরি কি ইনসাফ বা পিটিআই চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। গুলি লাগে ইমরানের ডান পায়ে। মুহূর্তে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এরপরই দ্রুত প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তিন থেকে চারটি গুলি তার পায়ে লেগেছে। ইমরান খানকে লাহোরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালের বেড থেকেই দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

ইমরান ছাড়াও ঘটনায় ফয়সাল জাবেদ এবং আহমেদ ছতাহা নামের দুই পিটিআইএ নেতা গুরুতর আহত হয়েছেন।তাদেরও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে।

ইমরান খানের উপর প্রাণঘাতী হামলায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, “এই ঘটনা চরম নিন্দনীয়। কড়া ভাষায় এর বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি। এই গুলি চালানোর ঘটনায় অবিলম্বে বিস্তারিত রিপোর্ট তলব করেছি। আমি ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।”

ভারতের তরফেও পাকিস্তানে ইমরান খানের উপর প্রাণঘাতি হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হামলার ঘটনা আমরা জেনেছি। গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে। এখন এই নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here