আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ ডিসেম্বর : খেলার ময়দানের মত এখন দলবদল এর পালা চলছে রাজনৈতিক ময়দানে। গতকাল মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে এক ঝাঁক নেতা তৃণমূল ও বামদল থেকে বিজেপিতে যোগ দিয়েছে। তারমধ্যে শুভেন্দু অধিকারী সহ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকজন বিধায়ক আছেন। আজ আবার সিপিএম ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে পুনরায় যোগ দিলেন মামুদ হোসেন।
মামুদ হোসেন এর আগে তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ও পরে শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। পরে অধিকারী পরিবারের সঙ্গে মতনৈক্যের জেরে তিনি তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। আজ আবার তিনি তৃণমূলে ফিরলেন। কলকাতায় আজ তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মামুদ হোসেনের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী সৌমেন মহাপাত্র।
স্বর্ণপদক প্রাপ্ত কাঁথির বনমালী চাট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন জানান, বিজেপিকে রুখতে ও মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তিনি তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তিনি শুভেন্দু অধিকারীকে একজন স্বৈরাচারী আখ্যা দিয়ে তাঁর তীব্র সমালোচনা করেন।