জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: বিজেপি এবং তৃণমূলের মতো নিজেদের সংগঠন মজবুত করতে পিছিয়ে নেই কংগ্রেসও। কয়েকদিন আগে কেশপুর এলাকায় বিভিন্ন দল থেকে যুব কংগ্রেসে যোগ দিয়েছেন প্রায় পঞ্চাশ জন যুবক। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পঁয়তাল্লিশ জন রাজনৈতিক কর্মী জেলা কংগ্রেস ভবনে এসে কংগ্রেস দলে যোগ দিয়েছেন বলে জানাগেছে।
এই সব রাজনৈতিক কর্মীরা বিজেপি, সিপিএম ও তৃণমূল ছেড়ে এসেছেন বলে জানিয়েছেন এআইসিসি সদস্য সমীর রায়। সমীর বাবু ছাড়াও এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মানব অধিকার কমিশনের সভাপতি শ্যামল ঘোষ ও বিশ্বনাথ মিশ্র সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। বিভিন্ন দল থেকে আগত রাজনৈতিক কর্মীদের হাতে তারা জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন।