আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ এপ্রিল: এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির ৭৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল জেলার বিভিন্ন স্থানে। এই উপলক্ষ্যে আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, মেছেদা, ভোগপুর, নোনাকুড়ি, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, রামতারক সহ বিভিন্ন স্থানে দলীয় অফিসে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদিকা অনুরূপা দাস বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার সমস্ত দলীয় অফিসে দলীয় পতাকা উত্তোলন সহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের পাশাপাশি কর্মীদের বাড়িতেও দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রদীপ দাস, প্রণব মাইতি, নারায়ণ চন্দ্র নায়ক, কেশব দাস, সুব্রত দাস প্রমুখ। শিবদাস ঘোষের উপর রচিত সঙ্গীত ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে সভা শেষ হয়।