লখনৌতে বেড়াতে গিয়ে মৃত এক পরিবারের চারজনের মৃতদেহ আজ বাড়িতে এল

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর,১৪ মার্চ : লখনৌতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত সরকারি কর্মী শ্রীকান্ত মাইতি, কবিতা মাইতি ও মেয়ে- জামাই এর মৃতদেহ ফিরল তমলুকের সরকারি আবাসনে আজ সকালে।
লখনৌ মেডিকেল কলেজ থেকে গাড়ি করে এই মৃতদেহগুলি আনা হয়েছে।

তমলুকে শ্রীকান্ত মাইতি, তার স্ত্রী ও মেয়ে জামাইয়ের মৃতদেহ পৌছলে সহকর্মীরা তাঁর মৃতদেহে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তমলুক থেকে মৃতদেহ চারটি শ্রীকান্ত মাইতির নিজের বাড়ি মহিষাদলের অমৃতবেড়িয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীকান্ত ও তাঁর স্ত্রীর। শ্রীকান্ত মাইতির মেয়ে ও জামাইয়ের মৃতদেহ দুটি অমৃতবেড়িয়া থেকে কলকাতায় মেয়ের শ্বশুর বাড়ি টালিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের সূত্রে জানা গেছে।

সম্প্রতি দোলের ছুটিতে শ্রীকান্ত মাইতি ও তাঁর স্ত্রী কবিতা মাইতি দিল্লিতে কর্মরত মেয়ে ও জামাই এর কাছে যান। সেখান থেকে তারা মেয়ে ও জামাইকে নিয়ে ছোট গাড়ি করে লখনৌ বেড়াতে যান। লখনৌ থেকে বেড়িয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ড্রাইভার সমেত শ্রীকান্ত মাইতির পরিবারের চারজনের মৃত্যু হয়। মৃতদেহগুলি লখনৌয়ের মেডিকেল কলেজের মর্গে রাখা ছিল। সেখানে থেকে সরাসরি গাড়িতে করে মৃতদেহগুলি এখানে আনা হয়েছ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here